হস্তমৈথুনের ১১ টি ক্ষতিকর দিক
১.নার্ভ বা স্নায়ু (রগ) দূর্বল হয়ে যায়।
২.অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায় লিঙ্গের ত্বক ও লিঙ্গের মাথা।
৩.কমন সমস্যা হলো দ্রুত বীর্যপাত
৪.অতিরিক্ত করার ফলে লিঙ্গ শীতল হয়ে যেতে পারে।
৫.ধাতু রোগ বা ক্ষয় রোগের সমস্যা দেখা যায়।
৬.হস্তমৈথুন করা হঠাৎ বন্ধ করলে মাত্রারিক্ত স্বপ্ন দোষ দেখা যায়।
৭.লিঙ্গের গোড়ার দিকে চিকন হয়ে যায়
৮.বীর্য পাতলা হয়ে যায়
৯.স্মরণ শক্তি হ্রাস পায়।
১০.শরীর প্রচন্ড দূর্বল হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথুন করার কারনে।
১১.আত্মা কলুষিত হয়ে যায়, পাপা বোধ নিজেকে কুরে কুরে খায়।
সমাধান ও করনীয়
১.সময়মত বিয়ে করা
২.নফল রোজা রাখা
৩.নিজেকে ব্যস্ত রাখা
৪.নির্জনে সময় না কাটান
৫.বিয়ের পর লজ্জিত যেন না হতে হয় এজন্য নিজেকে প্রতিষ্ঠিত করা,নিজের হাতে নিজের ধ্বং -স না করা।
৬.জিম বা এক্সারসাইজ অনুশীলন করলে ভালো ফল পাবেন।
৭.ধর্মীয় অনুশাসন মেনে চলা আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তওবা করা।
Your email address will not be published. Required fields are marked *
0 Comments